হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চিলমারী উপজেলা পরিষদ মোড়ে উপজেলার গণমাধ্যমকর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চিলমারী শাখার ও চিলমারী প্রেসকাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চ্যানেল ৬৯ চেয়ারম্যান আলমগীর হোসাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, দৈনিক করতোয়া প্রতিনিধি জিয়াউর রহমান, যুগের অলো প্রতিনিধি হুমাযুন কবীর প্রমুখ। বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন।