হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপলের সহায়তায় সেলাই মেশিন পেলেন জাহিনুর বেগম উপজেলার পুটিমারী এলাকার জাহিনুর বেগম।
স্বপ্ন ছিলো প্রশিক্ষণ নিয়ে সেলাই মেশিনে কাজ করার। কিছু দিন আগে ২ মাস সেলাই প্রশিক্ষণ নেয় জাহিনুর বেগম। তবে আর্থিকভাবে অসচ্ছল থাকায় সেলাই মেশিন কেনার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এই সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল জানতে পারে তার কথা। পরে সংঠনের পক্ষ থেকে সরেজমিন রবিউল ইসলাম গিয়ে খোঁজ নেন এবং সংযোগ কানেক্টিং পিপলে আহমেদ জাবেদ জামাল কে জানান, তিনি বিষয়টি শোনার পরই সেলাই মেশিন পাঠিয়ে দেন। আজকে সেলাই মেশিন সেই জাহিনুর বেগমের কাছে পৌছে দেন রবিউল ইসলাম।