হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রাতের আধাঁরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও’র বাস ভবন থেকে গাছ কর্তন করা হয়েছে।
ক্যাম্পাস থেকে গাছ সরিয়ে নেয়ার সময় এলাবাসীর বাঁধা দিলে ক্ষমতা দেখিয়ে তা সরিয়ে নেয়া হয়।
জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভীতরে আবাসিক মেডিকেল অফিসারের বাস ভবনের ভীতরে থাকা একটি গাছ কেটে ফেলে কয়েকজন যুবক। সোমবার রাতের আধাঁরে তা সরিয়ে নেয়ার সময় হাসপাতাল গেটে এলাকাবাসী বাঁধা দেয়। এসময় ক্ষমতার দাপদ দেখিয়ে গাছের গুড়িসহ ডাল-পালা নিয়ে চলে যায় তারা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরের আরো বেশ কিছু গাছ কে বা কাহারা কেটে নিয়ে গেছে। নাম না জানার শর্তে কোয়াটারে থাকা বাসিন্দারা জানান,শুধু গাছ নয়, আম, কাঁঠাল, নারিকেল যখন যা ইচ্ছা তখন তাই নিয়ে যায় তারা। তাদের দাবী এ শক্তিকে বাধা দিতে গেলে বিপদে পড়তে হয়। ক্যাম্পাসের ভীতরে বিভিন্ন অনাচার ঘটলেও কর্তৃপক্ষের নজরদারী নেই। এব্যাপারে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম গাছ কাটার কথা স্বীকার করে বলেন,ওদের ডেকে বলা হয়েছে, তারা আর এরকম কাজ করবে না।