হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মমেনা বেওয়া (৬৫) চিলমারী উপজেলার রমনা খামার এলাকার মৃত্যু মোজাহার আলীর স্ত্রী। স্বামী হারা মমেনা কষ্টেই পার করতো দিনকাল। হঠাৎ করেই ২৭ মার্চ/২০২১ আগুনে পুড়ে যায় তার সাজানো সংসার। বিপাকে পড়ে মমেনা। শুরু করে মানবেতর জীবন যাপন। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে স্থানীয় মেধাবী কল্যাণ সংস্থা। হাত বাড়িয়ে দেয় সাহায্যের। ঢাকাস্থ একজন রোটারিয়ান বিশেষ ব্যাক্তির অর্থ সহায়তায় মেধাবী কল্যাণ সংস্থার উদ্যোগে নতুন ঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র পায় মমেনা বেওয়া। মেধাবী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ঘরের চাবি মমেনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্। এ সময় উপস্থিত ছিলেন,  সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক, মোঃ সাওরাত হোসেন সোহেল, সংস্থার সভাপতি মোঃ নুরুল আলম, এছাড়া সংস্থার অন্যতম সদস্য আলমগীর হোসেন, সাজেদুল ইসলাম, সাহেদ আলী, তাজুল ইসলাম, রেজাউল করিম, মিনাল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ঘরের সাথে স্বপ্ন পুড়ে যায় মমেনার স্বপ্ন সেই মমেনা আবারো ফিরে পায় সুখের আশ্রয় আবারো নতুন করেই স্বপ্ন বুনতে শুরু করেছে মমেনা। কথা হলে মমেনা বলেন ঘরের সাথে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় খোলা আকাশের নিচেই ঠাঁই হয় আমার মেধাবী কল্যাণ সংস্থার জন্য আজ আবারো ঘরসহ দরকারী সব পেয়ে আমি খুবই খুশি। এছাড়া ও বৃহস্পতিবার ৩শত ২০ পরিবার মাঝে ঈদ উপহার  (সেমাই, চিনি, দুধ, মুড়ি, চাল, তেল, সাবান, ডাল) বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় সংস্থার সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে