হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ২৫ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার কেন্দ্রীয় ঈদ গাহ মাঠে ২৫ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মানবিক সংগঠনের আহবায়ক রাশিদ নাইব সাগর। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক- তৌহিদুল ইসলাম, মিথেন সরকার, শাহজাহান মিয়া সহ সংগঠনের সকল সদস্যরা। উল্লেখ, মানবিক বাংলাদেশ সোসাইটি চিলমারীর উদ্দোগে উপজেলায় ১ম পর্যায়ে প্রায় ২শত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।