হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ভুমি অধিগ্রনের কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ক্ষতিপুরনে চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিদ সভাকক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ,উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, ভুমি অধিগ্রহন কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিক, সুনান্দা সরকার প্রমা,রেদয়ান ইসলাম , রামেল ডিও,এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মামুন খান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রমুখ। এ সময় ৪৬ জনকে মোট ৩ কোটি ২০ লক্ষ ১৩ হাজার ৭৮৯ টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।