হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে পিপিআর রোগের টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বালাবাড়ী হাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুধা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, বালাবাড়ী হাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক আনছারী, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।