হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে
কুড়িগ্রামের চিলমারীতে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করেছে চিলমারী
উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ১০ টায় চিলমারী উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ এম রায়হান শাহ এর সভাপতিত্বে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগর আলী, উপজেলা শাখার আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, চিলমরী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সালেহ্ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে