হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ নুর নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন প্রমূখ। সভাশেষে ৭ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলী ও সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ, চিলমারী মডেল থানা ও মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা ও কেক কাটা হয়েছ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে