হাবিবুর চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জোবায়ের হোসাইন, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আহসানুল কবীর এবং চিলমারী প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। খাদ্যসহায়তার মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, পিয়াজ ১ কেজি, মসুর ডাল আধা কেজি, ছোলা বুট আধা কেজি ও সয়াবিন তেল আধা লিটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে