হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায়, ২৫০টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এর আগে প্রথম দফায় চিলমারী উপজেলায় ১২০টি পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে, ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের করেন। পরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে গৃহহীন পরিবারের মাঝে তাদের এ দলিল পত্র হাতে তুলে দেয়া হয়। উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে দলিল ও ঘরের চাবি তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার (বীরবিক্রম)। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ আছমা বেগম, চিলমারী থানার অফিসার ইনচার্জ, মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য, মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোহাম্মদ কহিনুর রহমান প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে