হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘সাহসীকতার জয়, আট পেরিয়ে নয়’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামের চিলমারীতে জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় চিলমারী প্রেস ক্লাবে উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কেক কাটা শেষে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোাচনা সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণসম্পাদক হাবিবুর রহমান, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে