হাবিবুর রহমান চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে শুক্রবার সকালে রাস্তায় বালুর উপর পানি দিয়ে পথ চলাচলে দূর্ভোগ কমানোর চেষ্টা করছে এলাকাবাসী।

উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড়া এলাকায় রাস্তা সংস্কারের নামে বেহাল দশায় পরিনত হয়েছে। ফলে চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে রাস্তাটি। সংস্ককারের নামে রাস্তার ইট অপসারণ করেন। পরে রাস্তায় বালু দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কাজ না করায় বালু দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। এদিকে রিক্সা, অটো রিক্সাসহ অন্যান্য যানবাহন এলাকায় প্রবেশ করা বন্ধ করে দেয়। যার ফলে বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ ব্যক্তিরা বেশি অসুবিধায় পড়েছে। ভোগান্তি কিছুটা কমানোর চেষ্টায় বালুর উপর পানি দিচ্ছে এলাকাবাসী। এলাকার চাঁন মিয়া, রফিকুল, শাকিল আহমেদ, জাহিদুল বলেন, দীর্ঘ দিন থেকে রাস্তায় বালু ফেলে রাখায় বাইরে থেকে এলাকায় যানবাহন আসেনা। আর বিশেষ করে বালুর উপর দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। এখন রাস্তায় এলাকাবাসীর পক্ষ থেকে পানি দেয়া হচ্ছে এতে একটু হলেও ভালো ভাবে চলাচল করতে পারবো। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট এইচকিউ মোজাফ্ফার খলিফার বাড়ী হতে কেসি রোড পর্যন্ত ১হাজার ২’শ মিটার তৎসংলগ্ন লিংক রোড ২৭০ মিটারসহ তিনটি রাস্তা পাকাকরণের কাজ ২০১৯-২০ অর্থবছরে টেন্ডার হয়। যার কাজের শেষ সময় ছিল গত বছরের ২৩ জুন।২৪ জুন ২০১৯ তারিখে কাজ শুরু করে দুইটি রাস্তার কাজ কোনরকমে শেষ করলেও ওই রাস্তাটির কাজ না করে ফেলে রেখেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান অদ্যবিদ কাজটি শেষ করেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে