হাবিবুর রহমান চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগকার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বৃহষ্পতিবার সকালে উপজেলার শেখ পাড়ায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা অফিসার উপ-পরিচালক মো. নুরুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক শফি খান, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার এসএম নুরুল আমিন, কুড়িগ্রাম সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যাপক এটিএম ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, নারী ও শিশুর সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা র্কাযক্রমসহ এ জাতীয় সামাজিক অসংগতি ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।