হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, চিলমারী উপজেলা শাখা, চিলমারী মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ , এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বীরক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, কাঁচকোল খামার সখিনা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ বিভিন্ন গান পরিবেশন করেন। এর আগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে