হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আনন্দঘন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, চিলমারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক আবু হানিফা রন্জু, থানাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুল করিম, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম মন্জু সহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।