চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালের আজকের এই দিনে মারা যান।
মান্না তার জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, লাল বাদশা, আম্মাজান, আব্বাজান, রুটি, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় ও মান্নার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, ‘করোনার কারণে এবার সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে। মান্নার কবর জিয়ারত ও দোয়া মাহফিল হবে।’
অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আজ বাদ আসর এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এ সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।