চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন ফারুকের অবস্থা সঙ্কটাপন্ন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো হাসপাতাল) ভর্তি আছেন তিনি। গত (শনিবার) শরীরের জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ।
তিনি জানান, গত (শনিবার) আকবর হোসেন ফারুক সাহেব আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। যে পরিস্থিতিতে ওনাকে এখানে আনা হয়েছে, সেখান থেকে তার উন্নতি হয়েছে। তবে তার জ্বর এখনো কমছে না। বিষয়টি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
এদিকে, আকবর হোসেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক জানান, উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সে বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে গত (রোববার) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়। কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন তিনি।
গত ২৩ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন কিংবদন্তি এই অভিনেতা। এর দুইদিন পর পুনরায় জ্বর আসায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন তিনি। তখনও জ্বর না কমায় গত (শনিবার) এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফারুক।
চিত্রনায়ক ফারুক প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।