চার দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএ মোমেনের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারকও সই হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে আব্দুল্লাহ শহীদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। মালদ্বীপে কাজ করেন ৮ হাজারের মত প্রবাসী বাংলাদেশি।