চাকা
মহীতোষ গায়েন
দুর্বোধ্য প্রেমের চাকায়
শহিদ হওয়া পাকা,
বিষ অথবা মধু নিয়েই
ঘুরছে প্রেমের চাকা।
ওহে নারী,ওহে পুরুষ,
আগুনে পোড়ে পাখা,
শত বিপদ এলেও তবু
আর যায়না ধরে রাখা।
তবুও প্রেম,তবুও মানুষ
স্বপ্ন দেখেই বাঁচে,
শাসক শোষক রুটি সেঁকে
শোষিতদের আঁচে।
একদিন ঠিক ঘুরবে চাকা
ফিরবে সুখের দিন,
সুখ শান্তি চাওয়া পাওয়ার
এবার হিসেব বুঝে নিন।