চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম ।
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এই সভার আয়োজন করা হয় । সভায় ডিআইজি সকল র‌্যাংকের পুলিশ সদস্যদের মৌখিক আবেদন শোনেন এবং সকলের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

পরবর্তীতে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণের সাথে আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অপরাধ সভায় ডিআইজি আপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে