চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পূর্বের ন্যায় সকল ট্রেন চলাচলের দাবীতে মানববন্ধন কর্মসুচী করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ।

রোববার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বক্তরা তাদের বক্তব্যে বলেন,স্যাটল-২,স্যাটল-৪, চাঁপাইনবাবগঞ্জ হইতে সিরাজগঞ্জ মেইল, চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ হইতে রহনপুর লোকাল ট্রেনগুলি পুনরায় চালু এবং অনতিবিলম্বে অরক্ষিত স্টেশন পুনরায় প্রাচীর নির্মান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি আঃওদুদ,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃনজরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী, গ্রামীন ট্রাভেলের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান,সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শহীদুল হুদা অলক,জেলা পরিষদের সদস্য আব দুল হাকিম , জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে