Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ২২ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে। চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে। 

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, সরকার মনে করছে তরুণ প্রজন্ম ও শিশু কিশোররা আগামীর  বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে এবং আমরা  সে রকমই একটি বাংলাদেশ পাব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকালীন সরকার তরুণদেরকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

তিনি সম্প্রতি কোম্পানীগঞ্জে চাঁদা আদায়ের বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করার প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে কোম্পানিগঞ্জে একটি ঘটনা ঘটেছে। অত্যন্ত দুঃখজনক এই যে জুলাই গণঅভ্যুত্থানে শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো চাঁদাবাজি সন্ত্রাসীর মত ঘটনাগুলো চলমান আছে। আমাদের সৌভাগ্য যে সমাজে এখনো সচেতন মানুষ আছেন। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটা আমাদের গর্ব যে এখনো এরকম মানুষ আছেন। 

আমি সারাদেশের তরুণদের আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ

Update Time : ০২:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে। চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে। 

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, সরকার মনে করছে তরুণ প্রজন্ম ও শিশু কিশোররা আগামীর  বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে এবং আমরা  সে রকমই একটি বাংলাদেশ পাব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকালীন সরকার তরুণদেরকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

তিনি সম্প্রতি কোম্পানীগঞ্জে চাঁদা আদায়ের বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করার প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে কোম্পানিগঞ্জে একটি ঘটনা ঘটেছে। অত্যন্ত দুঃখজনক এই যে জুলাই গণঅভ্যুত্থানে শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো চাঁদাবাজি সন্ত্রাসীর মত ঘটনাগুলো চলমান আছে। আমাদের সৌভাগ্য যে সমাজে এখনো সচেতন মানুষ আছেন। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটা আমাদের গর্ব যে এখনো এরকম মানুষ আছেন। 

আমি সারাদেশের তরুণদের আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ।