নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বেড়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আজ সোমবার (১৯শে এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ২২শে এপ্রিল থেকে ২৮শে এপ্রিল পর্যন্ত একইরকম বিধিনিষেধ চলবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিলে আজই প্রজ্ঞাপন হতে পারে বলেও জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হয়েছে।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে।