নিজস্ব প্রতিবেদক: 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সরকারি বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সংক্রমণ কমাতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। জাতীয় পরামর্শক কমিটির পরামর্শও বিবেচনা করা হচ্ছে। সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাতদিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিলো। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ১৪ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দেয় সরকার।

করোনা মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটি চলমান বিধিনিষেধের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে।  তা না হলে সংক্রমণের হার এবং মৃত্যু কমানো সম্ভব হবেনা বলে জানান কমিটির প্রধান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টেলিফোনে বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন,  মানুষের জীবন রক্ষা করতে যা যা করণীয় সবই করবে সরকার।

তিনি বলেন, মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকাও ঠিক রাখতে হবে। তাই, কম সংক্রমিত এলাকা বাদ দিয়ে ঢাকাসহ যেসব এলাকায় সংক্রমণ বেশী সেখানে একইরকম কঠোরতা রাখারও চিন্তা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে