নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসেই পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরুর আশা করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ শুক্রবার (১৫ই জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, সেতুর ওপর কাজের ক্ষেত্রে কিছু বাধা ছিল। শিগগিরই সেতু কর্তৃপক্ষের সাথে বৈঠক হবার কথা রয়েছে উলে­খ করে এ মাসে কিংবা এই সপ্তাহেই সেতুর ওপর কাজ করার অনুমতি পাবার আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি জানান, ঢাকা-ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে