নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি পরীক্ষা শুরু ১৯শে জুন, শেষ হবে আগামী ৬ই জুলাই।
সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ই জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করেছে।
১৯শে জুন, এবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র
২০শে জুন, বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র
২২শে জুন, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র
২৫শে জুন, ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র
২৭শে জুন, গণিত (আবশ্যিক)
২৮শে জুন, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)
৩০শে জুন, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
দোসরা জুলাই, রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী
তেসরা জুলাই, ভূগোল ও পরিবেশ
চৌঠা জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়)
৫ই জুলাই, হিসাববিজ্ঞান
৬ই জুলাই, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি।
করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় এবছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের।