করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। নিজেই ট্যুইট করে আক্রান্তের খবর জানিয়েছেন রাজ।
তিনি জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুবারই তাঁর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি কোভিড পজিটিভ বলে জানিয়েছেন রাজ।
বর্তমানে তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান পরিচালক। তবে তাঁর পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানান রাজ চক্রবর্তী। ফলে টলিউডের এই তারকা পরিচালকের পরিবার বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও জানান রাজ চক্রবর্তী।
এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তঃসত্ত্বা। ফলে শুভশ্রী-সহ রাজের গোটা পরিবার যাতে সুস্থ থাকেন, সেই প্রার্থনা শুরু করছেন তাঁদের ভক্তরা।