রেজাউল ইসলাম,পাথরঘাটা, বরগুনা:
বরগুনার পাথরঘাটায় বানের জলে ভেসে যাওয়া শিশু মৃতু দেহ ৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিন চরদুয়ানীর চার চুঙ্গা দানব নামের সুইজ গেটের খালে পরে গেলে আরিফা ঘটনা স্থল থেকে ৪ কিলোমিটার দুরে আস্তান বাড়ির কাছে শিশু মেয়ে আরিফার মৃতু দেহ উদ্ধার করা হয়। শিশুর মরা দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি মোঃ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানীর আরিফ হাওলাদারের ২৩ মাসের মেয়ে আরিফা তাদের ঘরে পাশে নদীর শাখা খালে পড়ে যায়। ঘূর্ণিঝড় ইয়াশের কারণে লোকালয়ের পানির চাপে খালের প্রচন্ড স্রোতে শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পাথরঘাটা ও বরিশালে নদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা শিশুটিকে উদ্ধারের জন্য সারাদিন খালের মধ্যে অভিযান চালায়। পরে আজ বিকেল ৫টার দিকে খবর পায় ঘটনা স্থাল থেকে ৪ কিলোমিটার দুরে আস্তান বাড়ির খুচনী জালে আটকে আছে আরিফার মৃত্যু দেহ। সেখান থেকে দেহটি উদ্ধার করে।
আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার জানান, আমার নাতনী ওর মায়ের সাথে সকাল সাড়ে ৯টার দিকে ভাত খেয়ে তাদের ঘরের পাশে খাল পাড়ে ছোট ছেলেমেয়েদে সাথে খেলতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় আরিফা। তাৎক্ষনিক খোঁজাখুঁজি করেও আরিফাকে উদ্ধার করা যায়নি। বিকালে খালের মধ্যে খুচনী জাল থেকে তাকে উদ্ধার করা হয়।