বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ওপর চোখ গোটা দেশের ফুটবল ভক্তদের। কারা খেলবেন, কারাই বা থাকছেন স্কোয়াডে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। চলছে বিশ্লেষণ। এসবের ডামাডোলে আজ বুধবার (২৮) মে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছে চমক।
নিষেধাজ্ঞার কবলে থাকা সাদ উদ্দিনকে রাখা হয়েছে স্কোয়াডে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শমিত সোম। আছেন ফাহমিদুল ইসলামও। দলে নতুন মুখ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত।
আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৪ জুন প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৬ সদস্যের স্কোয়াডটি ভুটান ও সিঙ্গাপুর দুই ম্যাচের জন্যই, জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি আজ বলেন, ‘বাংলাদেশের এই দলটি দুই ম্যাচের জন্যই। ভুটান ম্যাচের পর ফাইনাল স্কোয়াড দেওয়া হবে।’
বাংলাদেশ দল এই মুহূর্তে দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে করেন কাবরেরা। বিশেষত, মাঝমাঠ। হামজা চৌধুরী, শমিতদের নিয়ে দলটি যথেষ্ট শক্তিশালী, এমনটাই জানান কাবরেরা।
বাংলাদেশ কোচ বলেন, ‘দক্ষিণ এশিয়ার সেরা কি না জানি না। তবে, এশিয়ান কাপের বাছাইপর্বে আমাদের গ্রুপে আমরা যথেষ্ট শক্তিশালী। খেলোয়াড়রাও দারুণ উজ্জীবিত।’