নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, চট্রগ্রাম জেলা শাখার আয়োজনে চট্রগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাজোটের অভিষেক অনুষ্ঠান, করোনা বিপর্যস্ত অস্বচ্ছল হিন্দু পরিবার ও দরিদ্র মেধাবী হিন্দু শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান, সনাতনী ব্লাড ব্যাংক ও সমবায় সমিতির উদ্বোধন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সু- সম্পূর্ণ হয়।

১৮ই জুন (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্রগ্রাম নগরীর চেরাগী পহাড় আজাদী অফিসের গলি সংলগ্ন সুপ্রভাত হলে উক্ত অনুষ্ঠান ও অনুদান প্রদান এবং উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

চট্রগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাজোট আহবায়ক ডাঃ প্রত্যয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্রগ্রাম বিভাগীয় আহবায়ক সুজিত সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব বলভদ্র দাশ, প্রধান সমন্বয়ক সুমন পাল, ছাত্র মহাজোটের সিনিয়র যুগ্ম আহবায়ক টিবলু আচার্য্য, সদস্য সচিব নিউটন চৌধুরী কমল সহ চট্রগ্রাম জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদান করছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক

উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখিয়া সমাজ ও দেশের জন্য আত্মনিয়োগ এবং সমাজসচেতনামূলক বিভিন্ন কাজ করতে হবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটে যাওয়া বিভিন্ন সাস্প্রতিক ঘটনা ও গুজবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত না হয়ে সর্বদা সজাগ থাকতে হবে এবং বিপদে একে অপরের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এইসময় তিনি ছাত্র মহাজোটের সকলকে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান এবং করোনায় মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে আসা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্ম করারও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে