Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাতে ভয়াবহ আগুন, নিহত ৭

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ৯৩ Time View

চট্টগ্রাম প্রতিবেদক: 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে রাতে ভয়াবহ আগুন লেগেছে।

এসময় বিস্ফোরণও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে লাগা আগুন এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীর জানান, কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকতে পারে, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর কিছু সময় পর বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।

এতে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়।

আগুন নেভাতে শুরুতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু । পরে একে একে যোগ দেয় আরও ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেসরকারী ক্লিনিক গুলোতে ভর্তি করা হয়। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের। চট্টগ্রাম সিভিল সার্জন আশেপাশের সব চিকিৎসক, ইর্ন্টান চিকিৎসক, নার্সদের মেডিকেলে আসার অনুরোধ জানান। আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবী সংগঠনসহ দুর দুরান্ত থেকে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর ১৪ জন রোগীকে সিএমএইচে স্থান্তান্তর করা হয়। একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব জানান, ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাতে ভয়াবহ আগুন, নিহত ৭

Update Time : ০১:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

চট্টগ্রাম প্রতিবেদক: 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে রাতে ভয়াবহ আগুন লেগেছে।

এসময় বিস্ফোরণও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে লাগা আগুন এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীর জানান, কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকতে পারে, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর কিছু সময় পর বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।

এতে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়।

আগুন নেভাতে শুরুতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু । পরে একে একে যোগ দেয় আরও ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেসরকারী ক্লিনিক গুলোতে ভর্তি করা হয়। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের। চট্টগ্রাম সিভিল সার্জন আশেপাশের সব চিকিৎসক, ইর্ন্টান চিকিৎসক, নার্সদের মেডিকেলে আসার অনুরোধ জানান। আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবী সংগঠনসহ দুর দুরান্ত থেকে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর ১৪ জন রোগীকে সিএমএইচে স্থান্তান্তর করা হয়। একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব জানান, ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।