নিজস্ব প্রতিবেদক:
মুঠোফোন অপারেটর গ্রামীণফোনে ২০ টাকার নিচে রিচার্জ করা যাবে না। তবে ২০ টাকার কমের যে মিনিট প্যাকগুলো ছিল তা সচল থাকবে।
গ্রামীণফোন গ্রাহকদের খুদে বার্তা (এসএমএস) দিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছে। আজ (শনিবার) থেকে ২০ টাকার নিচে রিচার্জ করা যাচ্ছে না গ্রামীণফোনের সিম কার্ডে। এর আগে তাদের সর্বনিম্ন রিচার্জ সীমা ছিল ১০ টাকা।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিভিন্ন প্রোডাক্টের সুবিধা সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০ টাকার কমে সুলভ মূল্যে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো এবং সব রিচার্জ কার্ডগুলো আগের মতোই চালু থাকবে।’
সেবার মান সন্তোষজনক নয় উল্লেখ করে গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গত বুধবার এমন সিদ্ধান্তের কথা জানিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বিটিআরসি। এর তিনদিনের মাথায় নতুন সিদ্ধান্তের কথা জানালো দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি।