গোলাপ
নীল আকাশ

গোলাপ তুমি ফুলের রানী
বাহারি তোমার রুপ
সুগন্ধ অপরুপ
উৎসবে অনুষ্ঠানে
কিংবা প্রেম নিবেদনে
সবই ফাঁকা যেন
তোমার অবর্তমানে।

সুন্দরি তুমি,তুমি অপরুপা
নিজেকে রক্ষার্থে
তোমার আশে পাশে
বিছায়েছো কাঁটার জাল
অতি কৌশলে
তোমার প্রেমে অন্ধপ্রেমিক
তোমার সৌন্দর্য লোভে
রক্তাক্ত হতে প্রস্তুত
তোমার কাঁটার আঁচড়ে
ভোমরাও জানে সুগন্ধ তোমার
ডালে ডালে কাঁটা ভরা
তবু মিঠে রোজ
মৌমাছি ভোমরা ভুলেনা
নিতে তোমার খোঁজ।

তুলতুলে বাহারি পাপড়ি গাঁথা
তোমাকে ভুলিতে পারিনা গোলাপ
দাওনা যতই ব্যাথা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে