নিজস্ব প্রতিবেদক: 

প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের পতিত জমিতে উৎপাদিত সবজি গণভবনে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে চাষ করা এসব শাক-সবজি বুধবার (৫ই এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে উৎপাদিত শাকসবজি-ফলমূল গণভবনে আনা হলে তা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এসময় শাকসবজিগুলো দেখে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে পতিত জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে