মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি তিনটি গাছ চুরির মামলায় দুই জনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানার কাকনহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোদাগাড়ী উপজেলার ললিতনগর মাকরান্দা পূর্বপাড়া গ্রামের মৃত আলহাজ¦ ওসমান আলীর ছেলে হাসান আলী (৬০) ও হাসান আলীর ছেলে আইনুল হক শিলন (২৬)।

কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গত ১৪ এপ্রিল ললিতনগর মাকরান্দা পূর্বপাড়া গ্রামের মৃত আলহাজ¦ ওসমান আলীর ছেলে হাসান আলী (৬০) ও হাসান আলীর ছেলে আইনুল হক শিলন (২৬) ও তার ভাই মাইনুল হাসান (৪০) একটি কড়াইগাছ, একটি নিমগাছ ও ও একটি বরই গাছ চুরি করে কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।

গত ২০ এপ্রিল গোদাগাড়ী ভূমি অফিসের অভিযোগ সূত্রে কাকনহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: জামাল উদ্দিন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় ললিতনগর এলাকার খাসজমির উপর লাগানো তিনগাছ চুরি করে কেটে ফেলার মামলা দায়ের করলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও বাকি একজন আসামীকে ধরতে তৎপরতা অব্যহত আছে বলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে