অনলাইন ডেস্ক:
আজ ২৬শে মার্চ। বাঙালির সেই গৌরবদীপ্ত দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে আবির্ভাব হয় বাংলাদেশের।
বিশেষ এই দিনটি স্মরণ করছে টেক জায়ান্ট গুগল। তাদের হোম পেজে শোভা পাচ্ছে লাল সবুজের পতাকার ডুডল।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল। স্বাধীনতা দিবসে গুগলের ডুডল তৈরি করা হয়েছে বাংলাদেশের পতাকায়। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেওয়া হয়।
বাঙালি জাতির জীবনে ২৬শে মার্চ দিনটি একইসঙ্গে গৌরব ও শোকের। একাত্তরের ২৫শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক জান্তা বাঙালির ওপর চালায় ইতিহারের নৃশংসতম হত্যাযজ্ঞ। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তার ডাকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। বাঙালির সেই বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিল গুগল।