গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার একটি ডোবা থেকে ভাইবোনসহ চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর থেকে নিখোঁজ ওই শিশুদের মরদেহ সন্ধ্যায় পাওয়া যায়।
গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুদের মৃত্যু হয়। লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃতদের মধ্যে নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। ফরহাদ ও মিষ্টি তাদের দুই প্রতিবেশির সন্তান।
স্বজনরা জানায়, শিশুরা দুপুরে খেলতে গিয়ে সন্ধ্যায় বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির কাছের একটি ডোবায় চারজনের মরদেহ ভাসতে দেখা যায়।