দক্ষিণ গাজায় একটি নতুন করিডোর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কৌশলগত এই পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি বৃহত্তর অংশ দখলের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই ঘোষণা দেন। খবর এএফপির।
একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস ও এর পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার বাসিন্দাকে অবিলম্বে সরে যাওয়ার জন্য নির্দেশনা জারি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকা থেকে আজ সকালে গোলাবর্ষণ করা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় একটি পরিকল্পিত বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গাজাবাসীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) এখন ‘মোরাগ করিডোরের’ দখল সম্পন্ন করেছে।এর ফলে মিশরের সীমান্ত বরাবর ফিলাডেলফি রুট থেকে মোরাগ পর্যন্ত পুরো এলাকা ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির দিকে ‘বাস্তব অগ্রগতির’ আশা করছে হামাস। হামাসের শীর্ষ নেতারা শনিবার কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবেন বলে জানান তিনি।
তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ভিন্ন সুর শোনা গেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘খুব শিগগিরই, আইডিএফের অভিযান গাজার অধিকাংশ এলাকায় আরও তীব্র ও বিস্তৃত হবে। আপনাদেরকে যুদ্ধক্ষেত্রগুলো থেকে সরে যেতে হবে।’
কাটজ আরও বলেন, ‘উত্তর গাজাতেও — বেইত হানুন ও অন্যান্য এলাকায় — বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এলাকা খালি করে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারিত করা হচ্ছে। নেটজারিম করিডোরেও তা বাস্তবায়ন হচ্ছে।’