রাজ কালাম:
সাহিত্যিক অনুকূল বিশ্বাসের গল্পগুচ্ছ “নীল ফড়িং” ২১ টি অনবদ্য বৈচিত্রপূর্ণ গল্পের সম্ভার।গল্প গুলো নানা রঙ ও রসে, যা আসলে আমাদের প্রত্যেকের বাস্তব জীবনের প্রতিবিম্ব, সুলোলিত ভাবে সাজিয়েছেন।কলম শিল্পী প্রতিটি গল্পে পাঠকের কৌতূহল ও প্রত্যাশা পূরণে সুনিপূণ দক্ষতার পরিচয় রেখেছেন। গল্প গুলো পাঠ করতে করতে পাঠক কখন যে নিজের অজান্তে গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলবেন বুঝতেই পারবেন না। বাস্তব অভিজ্ঞতা, কল্পনাশক্তি ও সৃজনশীল মননের আবেগ এবং অনুভূতির মিশেলে নীল ফড়িং এর প্রতিটি গল্পই পাঠকের রসাস্বাদনে পুরোপুরি সফল।
এখানে গল্প গুলো পারিবারিক পরিমন্ডল ও আমাদের সকলেরই কমবেশি চেনা জানা মানুষের সুখ- দুঃখ, হাসি -কান্না,আনন্দ- বেদনার ছোঁয়ায় নির্মান হয়েছে।’।ভিন্ন স্বাদের এমনই সব কাহিনী নিয়ে এই গল্প সংকলনের একগুচ্ছ স্বতন্ত্র গল্পের পশরা লেখক পাঠকের সামনে হাজির করেছেন ,যা পাঠকের প্রত্যাশা পূরণে ষোলোয়ানা সফল।
পাঠক কিছু গল্পে যেমন হাস্যরস আস্বাদন করবেন তেমনি কিছু গল্প পড়ে ভূতের রোমাঞ্চ অনুভব করবেন। ভূতের গল্পতে পাঠক সম্পূর্ণ ভিন্ন স্বাদের অশরিরী আত্মার উপস্থিতি টের পাবেন।সময়ের সঙ্গে সঙ্গে ভূত-সমাজেরও যে আমূল পরিবর্তন ঘটেছে ‘শহুরে ভূত’ গল্পে পাঠক সমাজ তার সুনিপূণ গঠন শৈলী দেখতে পাবেন।আধুনিক সভ্যতার ঘুণ ধরা মানসিকতায় একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস পরিবার গঠনের ফলে পরিবারের একমাত্র সন্তানের একাকিত্বের জীবন কি ভয়ঙ্কর ভাবে মানসিক রোগাগ্রস্থ হয়ে পড়তে পারে ‘নীল ফড়িং’ গল্প তার উৎকৃষ্ট উদাহরণ।এছাড়া রূদ্ধশ্বাস রহস্য ঘেরা গল্প ‘মাহুত রহস্য’। জমিদার বাড়ির মাহুতের রহস্যজনক মৃত্যুর কিনারা জমিদারের হাতি কি ভাবে করেছিল তার রোমহর্ষকর রহস্য উদ্ঘাটনের কাহিনী ‘মাহুত রহস্য’।কড়া অনুশাসন ও নিয়মাবর্তিতার প্রকৃষ্ট উদাহরণ হল ভারতীয় আর্মি।কঠোর নিয়মে বাঁধা ও কর্তব্যে অবিচল আর্মি কমান্ডান্টও যে একজন মানুষ, তিনি যন্ত্র নন, ‘হৃদয়বান’ গল্পে সেকথা নিপূন ভাবে তুলে ধরা হয়েছে।
এমন সব চেনা-অচেনা ,জানা- অজানা কাহিনী নিয়ে এই গল্প সংকলনের একগুচ্ছ স্বতন্ত্র গল্পের পশরা নিয়ে কলম শিল্পী পাঠকের সামনে হাজির হয়েছেন।কোলকাতার “মনন পাবলিকেশন” এর মনোগ্রাহী প্রচ্ছদ ও অসাধারণ বাইন্ডিং বইটিকে যে এক অনন্য মাত্রা দিয়েছে সেকথা বলাবাহুল্য।আশাকরি গল্প গুলো পাঠকের ভালো লাগবে।পাঠকের ভালো লাগাই লেখকের সাফল্যের জিয়নকাঠি।