Dhaka ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভবতী অবস্থাতেও শুটিং করবেন কারিনা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • ১১১ Time View

অনলাইন ডেস্ক: বলিউড দম্পতি ‘সাইফিনা’। সাইফ আলি খান ও কারিনা কাপুরের ভক্তদের দেয়া আদরের ডাক নাম। কয়েকদিন আগেই আমরা জেনেছি, কারিনা কাপুর আবারো মা হতে চলেছেন। খবরটি ছড়ানোর সঙ্গে সঙ্গেই বেশ সরগরম বলিউড পাড়া। ভক্ত-শুভাকাঙ্খী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই রোমান্টিক জুটি।

কিন্তু প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের সময়েও কর্মবিরতি নিচ্ছেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করে জানায়, গর্ভবতী অবস্থাতেও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা।

গর্ভে সন্তান রয়েছে সেটি যেন ছবিতে ফুটে না উঠে। ফলে ভিএফএক্স ব্যবহার করে তার শারীরিক পরিবর্তন আনা হবে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ‘লাল সিং চাড্ডা’ ছবির টিমের সঙ্গে যোগ দেবেন এই বলিউড সুন্দরী। এ ছবির কাজ শেষ করবেন। তারপর যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে অন্য কাজগুলো শেষ করবেন। তার নিজের জন্য কাউকে শিডিউলজনিত সমস্যায় পড়তে দিতে নারাজ এই অভিনেত্রী।

সিনেমার শুটিং হবে তুরস্কে। পূর্ব প্রস্তুতি মাথায় রেখে ইতিমধ্যেই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তুরস্কে গিয়েছেন আমির খান। সেখানে কাজ শুরু হয়েছে পুরোদমে। কারিনা এখনো ভারতে রয়েছেন। শিগগিরই তিনি যোগ দেবেন তাদের সঙ্গে।

গত বছর থেকে শুরু হয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ। কিন্তু চলতি বছরের মার্চ মাসে লকডাউনের কারণে থেমে যায় শুটিং। যার ফলে চলতি বছরের বড়দিনে আর ছবিটি মুক্তি পাচ্ছে না। এক বছর পিছিয়ে এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের বড়দিনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

গর্ভবতী অবস্থাতেও শুটিং করবেন কারিনা

Update Time : ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

অনলাইন ডেস্ক: বলিউড দম্পতি ‘সাইফিনা’। সাইফ আলি খান ও কারিনা কাপুরের ভক্তদের দেয়া আদরের ডাক নাম। কয়েকদিন আগেই আমরা জেনেছি, কারিনা কাপুর আবারো মা হতে চলেছেন। খবরটি ছড়ানোর সঙ্গে সঙ্গেই বেশ সরগরম বলিউড পাড়া। ভক্ত-শুভাকাঙ্খী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই রোমান্টিক জুটি।

কিন্তু প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের সময়েও কর্মবিরতি নিচ্ছেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করে জানায়, গর্ভবতী অবস্থাতেও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা।

গর্ভে সন্তান রয়েছে সেটি যেন ছবিতে ফুটে না উঠে। ফলে ভিএফএক্স ব্যবহার করে তার শারীরিক পরিবর্তন আনা হবে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ‘লাল সিং চাড্ডা’ ছবির টিমের সঙ্গে যোগ দেবেন এই বলিউড সুন্দরী। এ ছবির কাজ শেষ করবেন। তারপর যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে অন্য কাজগুলো শেষ করবেন। তার নিজের জন্য কাউকে শিডিউলজনিত সমস্যায় পড়তে দিতে নারাজ এই অভিনেত্রী।

সিনেমার শুটিং হবে তুরস্কে। পূর্ব প্রস্তুতি মাথায় রেখে ইতিমধ্যেই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তুরস্কে গিয়েছেন আমির খান। সেখানে কাজ শুরু হয়েছে পুরোদমে। কারিনা এখনো ভারতে রয়েছেন। শিগগিরই তিনি যোগ দেবেন তাদের সঙ্গে।

গত বছর থেকে শুরু হয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ। কিন্তু চলতি বছরের মার্চ মাসে লকডাউনের কারণে থেমে যায় শুটিং। যার ফলে চলতি বছরের বড়দিনে আর ছবিটি মুক্তি পাচ্ছে না। এক বছর পিছিয়ে এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের বড়দিনে।