নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৭ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে। যা এযাবতকালের মধ্যে সবচেয়ে বেশি।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। গত বছরের ৩০ জুন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) একদিনে মৃত্যুর সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে।
আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারাদেশের ১২১টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে। নতুন পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯৬৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লাখ ৫৮ হাজার ৩৮৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ২৭ জন।