নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় করোনায় এক দিনে সর্বোচ্চ ৫৩৫৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৫২ জনের মৃত্যু।

দেশে এযাবতকালে করোনায় এক দিনে সর্বোচ্চ ৫৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশে পাঁচ হাজারের উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে গেলো দিনে ৫ হাজার ৩৫৮ জনসহ মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছে ৫২ জন। মোট মারা গেছেন ৯ হাজার ৪৬ জন।

আজ বুধবার (৩১’শে মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গেলো দিনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২১৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই শতাধিক সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।

গত বছরের ৮’ই মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮’ই মার্চ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে