নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৪ জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে।

একই সময়ে নতুন ৪ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৩১ মার্চ মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছিল। আট হাজার থেকে মোট মৃত্যু নয় হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। আর সর্বশেষ এক হাজার মানুষের মৃত্যু হয়েছে মাত্র ১৫ দিনের ব্যবধানে। দেশে চলমান এই মহামারিকালে এটিই দ্রুততম সময়ে এক হাজার মৃত্যুর রেকর্ড।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি পরীক্ষাগারে ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ২১ শতাংশ। এছাড়া একদিনে ৫ হাজার ৯১৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে