Dhaka ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ১ হাজার ৫০১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। 

রোববার (১৮ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। গত দেড় বছরে এক দিনে এতজন মানুষের সংক্রমিত হওয়ার রেকর্ড নেই দেশটিতে। ভারতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গত ৯ মার্চ ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা কমে ৭৭-তে নেমে এসেছিল। কিন্তু তারপর দেড় মাসেরও কম সময়ের মধ্যে দৈনিক মৃতের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনার প্রকোপে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছেন ভারতে।

আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও বেড়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়। এই মুহূর্তে দেশটিতে সংক্রমণের হার ৫.৫৫।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬।

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রতিষেধকের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জন নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী প্রতিষেধক পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রতিষেধক পেয়েছেন ২৬ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন নাগরিক।

সূত্র : আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ১ হাজার ৫০১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার

Update Time : ০৬:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। 

রোববার (১৮ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। গত দেড় বছরে এক দিনে এতজন মানুষের সংক্রমিত হওয়ার রেকর্ড নেই দেশটিতে। ভারতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গত ৯ মার্চ ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা কমে ৭৭-তে নেমে এসেছিল। কিন্তু তারপর দেড় মাসেরও কম সময়ের মধ্যে দৈনিক মৃতের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনার প্রকোপে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছেন ভারতে।

আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও বেড়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়। এই মুহূর্তে দেশটিতে সংক্রমণের হার ৫.৫৫।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬।

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রতিষেধকের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জন নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী প্রতিষেধক পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রতিষেধক পেয়েছেন ২৬ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন নাগরিক।

সূত্র : আনন্দবাজার