নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসেআক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতেরসংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৭৮১ জন। একইসময়ে ২ হাজার ৭৪৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্তহয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৮৫হাজার ৯১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ৬৫ হাজার ৭৩৮ জন।
আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরেরকরোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যজানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৯১টি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৭৮টি। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি। একদিনে আরো সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
সরকারের দেয়া তথ্য বলছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী সাতজন। এখন পর্যন্ত মৃত তিন হাজার ৭৮১ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৯৮৭ জন, যা শতাংশের হিসাবে ৭৯ শতাংশ এবং নারী ৭৯৪ জন, যা শতাংশের হিসাবে ২১ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন এবং ষাটোর্ধ্ব বয়সের ২৪ জন রয়েছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে, মৃতদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়াও খুলনার সাতজন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর তিনজন, রংপুর তিনজন, বরিশাল ও রংপুরে তিনজন করে এবং ময়মনসিংহে একজন রয়েছেন। এদের মধ্যে হাসাপাতালে মারা গেছেন ৩৮ জন এবং বাড়িতে থেকে মারা গেছেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি। সময় ২ হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর বিপরীতে রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১৩ জন।