অনলাইন নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩,০০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ২,৩২,১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। নতুন ৩৫ জন নিয়ে মোট মৃত্যু- ৩,০৩৫ জন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৪,১২৭ টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ২,৮৭৮ জন। নতুন ২,৮৭৮ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ১,৩০,২৯৪ জন।