নিজস্ব প্রতিবেদক:
দেশে অতিমারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৯০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৮ হাজার ৬৮৭ জন।
আজ বৃহস্পতিবার (১৩ই মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪৫৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৪২৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয় ১২৯০ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৩৭০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ১৯ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪১ শতাংশ। আর মৃত্যু হার এক দশমিক ৫৫ শতাংশ।