করোনা অতিমারিতে গত এক বছরে দেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে আড়াই কোটি মানুষ। আর চরম দারিদ্র্য সীমার নিচে নেমেছে ৬৪ লাখ মানুষ।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপের এই তথ্য উঠে এসেছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফল তুলে ধরে সংস্থার নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান জানান, গত বছরের ফেব্র“য়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে বেকারত্ব বেড়েছে ৮ শতাংশ।
নারীরা বেকার হয়েছে ৩১ শতাংশ। মহামারীর মধ্যে শহর ছেড়েছে প্রায় ১০ শতাংশ দরিদ্র মানুষ। আর ১১ শতাংশ মানুষের সঞ্চয় কমেছে; ঋণের পরিমান বেড়েছে দ্বিগুণ।
সূত্র : বৈশাখী টিভি