গণ্ডি
এনামূল কবীর
আলোর আড়ালে সহস্র গ্রহতারা জ্বলে-
দেখতে পারো কি রৌদ্রকরোজ্জ্বল
দিবসকালে ?
তাহলে তুমিও কি
বাদুরের মতো দৃষ্টিপ্রতিবন্ধী নও
না কি অদ্ভুত অন্ধকারময়
আলোর পর্দার ভেতরে তুমি রও?
দিনের আলোয় অদৃশ্যমান
জ্যোতিষ্কতারকারাজি
কী দারুণ দীপ্যমান রাতের আঁধারে
সীমার মাঝের নদীতে তুমি নৌকোর মাঝি
অসীমে বিরাজমান রবে কী করে?